Germany student visa don't need to pay before Visa  


এমব্যাসির নতুন নিয়ম এপ্রিল, ২০১৫ এখন আর ভিসার আগে জার্মানিতে টাকা পাঠাইতে হবে না
উইন্টার ২০১৪ এর শেষ দিকে থেকে নতুন নিয়ম করে ব্লক একউন্ট এর ব্যাপারে। তখন অনেক বিতর্ক ছিল এই আইন নিয়া অনেকে অনেক কষ্টে টাকা পাঠাইছে। কিন্তু বাংলাদেশ ব্যাঙ্কের মারপ্যাঁচ বেশিরভাগ মানুষ টাকা পাঠাইতে সমর্থ হয় নাই। ফলশ্রুতিতে সামার ২০১৫ তে ছাত্র-ছাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। এইসব কথা বিবেচনা করে এমব্যাসি আবার নতুন নিয়ম চালু করছে এমব্যাসির নতুন নিয়ম অনুসারে আপনাকে আর জার্মানিতে ব্লক একাউন্ট করতে হবে না। আপনি বাংলাদেশের যেকোন ব্যাঙ্ক একাউন্টে ব্লক একাউন্টে খুলতে পারবেন আপনি ভিসা পেলে তখন ওই টাকা জার্মানির কোন ব্যাঙ্কে পাঠাতে হবে আর ভিসা না পেলে ওই টাকা তুলতে পারবেন আর অবাক করা বিষয় হল তারা টাকার পরিমাণ কিছুটা কমাইয়া দিছে :)এখন মাত্র ৭৯০৮ Euro পাঠাইতে হবে


0 comments:

 
Top