Latest News

Indian Tourist Visa Requirement(Bangladeshi passport)

ইন্ডিয়ান ভ্রমন ভিসার আবেদনের জন্য কি কি প্রয়োজন


১। ভিসার জন্য আবেদন ফরম (টোকেন ফরম)। টোকেনটি অবশ্যই নির্ভুল হতে হবে।



টোকেনের নমুনা কপি


২। বর্তমান(১মাস-৩মাস) বিদ্যুৎ বিলের অরজিনাল ও ফটোকপি।

৩। ডলার এন্ডোসমেন্ট(কম পক্ষে ২০০ডলার) বা ব্যাংক স্ট্যাটমেন্ট ৬মাসের শেষ ব্যালেন্স কমপক্ষে ২০,০০০/টাকা থাকতে হবে।

৪। ১ কপি ছবি(সাইইজ ২-২) 

৫। চাকুরিজীবিদের জন্য প্রতিশঠানের প্যাডে ছুটির দরখাস্ত।

৬। ব্যাবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স নোটারী কপি ও টি ই এন কপি।

৭। জন্ম নিবন্দন বা জাতীয় প্ররিচয় পত্রের ফটোকপি।

৮। ভিসা ফি-৬০০টাকা

কোথায় জমার দিতে হয়ঃ

ঢাকা সেন্টার ৩টিঃ ক) গুলসান খ) মতিঝিল গ) ধানমন্ডি

ঢাকার বাহিরেঃ ক)  চট্রগ্রাম খ) রাজশাহী গ) সিলেট




0 comments:

 
Top