Indian Tourist Visa Requirement(Bangladeshi passport)
ইন্ডিয়ান ভ্রমন ভিসার আবেদনের জন্য কি কি প্রয়োজন
১। ভিসার জন্য আবেদন ফরম
(টোকেন ফরম)। টোকেনটি অবশ্যই নির্ভুল হতে হবে।
টোকেনের নমুনা কপি
২। বর্তমান(১মাস-৩মাস) বিদ্যুৎ বিলের অরজিনাল ও ফটোকপি।
৩। ডলার এন্ডোসমেন্ট(কম পক্ষে ২০০ডলার) বা ব্যাংক স্ট্যাটমেন্ট ৬মাসের শেষ ব্যালেন্স কমপক্ষে ২০,০০০/টাকা থাকতে হবে।
৪। ১ কপি ছবি(সাইইজ ২-২)
৫। চাকুরিজীবিদের জন্য প্রতিশঠানের প্যাডে ছুটির দরখাস্ত।
৬। ব্যাবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স নোটারী কপি ও টি ই এন কপি।
৭। জন্ম নিবন্দন বা জাতীয় প্ররিচয় পত্রের ফটোকপি।
৮। ভিসা ফি-৬০০টাকা
কোথায় জমার দিতে হয়ঃ
ঢাকা সেন্টার ৩টিঃ ক) গুলসান খ) মতিঝিল গ) ধানমন্ডি
ঢাকার বাহিরেঃ ক) চট্রগ্রাম খ) রাজশাহী গ) সিলেট
0 comments:
Post a Comment