To Make Bangladeshi Passport Online
আসুন আমরা জেনে নেই কিভাবে অনলাইনে পাসপোর্ট করা যায়
১ম ধাপঃ
অনলাইনে ফর্মটি
পূরন করুন এবং
প্রিন্টআউট নিন।
২য় ধাপঃ
পাসপোর্ট এর
ফর্মটি, আপনার ন্যাশনাল আইডি
এবং পূর্ববর্তী পাসপোর্ট এর
ফটোকপি (যদি থাকে)
সত্যায়িত করে পাসপোর্ট অফিসে
চলে যান।
৩য় ধাপঃ
পাসপোর্ট অফিসের
পাশে সোনালী ব্যঙ্কটিতে জরুরী
পাসপোর্ট করতে চাইলে
৬০০০/= টাকা আর
সাধারনভাবে করতে চাইলে
৩৪৫০/= টাকা জমা
দিন। রশিদটি আঠা
দিয়ে ফর্মের উপর
সংযোজন করুন।
৪র্থ ধাপঃ
এবার পাসপোর্ট অফিসে
সরাসরি ফর্ম টি
ভেরিফাই করিয়ে নিন।
তারা আপনার ফর্ম
এর উপর সই
করে একটি সিরিয়াল নম্বর
লিখে দিবে।
৫ম ধাপঃ
এবার সরাসরি
চলে যান উপ
কমিশনারের রুমে এবং
তাকে দিয়ে ফর্ম
টি ভেরিফাই করিয়ে
নিন। এখানে থেকে
ভেরিফিকেসন করার পর
পাঠিয়ে দিবে পাশের
রুমের কাউন্টারে ছবি
তুলতে।
৬ষ্ঠ ধাপঃ
ছবি তুলতে
সোজা কাউন্টারে গিয়ে
আপনার ফর্মটি জমা
দিন। সেখানে অফিসার
আপনার ছবি তুলবে,
আঙ্গুলের ছাপ ও
স্বাক্ষর নিবে এবং
তারপর আপনাকে রশিদ
ধরিয়ে দিবে। সেটা
ভালো মত চেক
করে রুম থেকে
বেরিয়ে আসুন।
ব্যাস… আপনার
ফর্ম জমা দেয়া
শেষ। যেদিন পাসপোর্ট দেয়ার
ডেট, সেদিন পাসপোর্ট অফিসে
গিয়ে রশিদ দেখিয়ে
পাসপোর্ট সংগ্রহ করুন।
মনে রাখবেনঃ আবেদন ফর্মটি
প্রথম শ্রেনীর কর্মকরতা হতে
অবশ্যই সত্যায়িত করে
নিয়ে যাবেন।
NID
এর সত্যায়িত ফটোকপি
এবং পুরানো পাসপোর্টের (যদি
থাকে) ফটোকপি নিয়ে
যাবেন।
***
সাদা কাপড় ও
চসমা পরে ছবি
তোলা যাবে না। তাই ঝামেলা এরাতে কালারফুল কাপড় পরিধান করুন।
*** How To Make BD Passport General Process
সাধারন নিয়মে পাসপোর্ট করার প্রদ্ধতিঃ এই লিংকে ফর্মটি পাওয়া যাবে
Please
read the following guides in using this website:
- ১। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাষিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের নির্ভরশীল স্ত্রী/স্বামী এবং সরকারি চাকুরীজীবিগণের ১৫ (পনের) বৎসরের কম বয়সের সন্তান, ৫ (পাঁচ)/১০ (দশ) বৎসরের অতিক্রান্ত, সমর্পণকৃত (সারেন্ডারড)দের জন্য একটি ফরম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য ২ (দুই) কপি পূরণকৃত পাসপোর্ট ফরম দাখিল করতে হবে।
- ২। অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০ x ২৫ মিঃমিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।
- ৩। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনক্যাল সনদসমূহের (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) সত্যায়িত ফটোকপি।
- ৪। যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন – সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের গ্রেডের কর্মকর্তাগণ।
- ৫। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি(NOC) দাখিল করতে হবে।
- ৬। কূটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে পূরণকৃত ফরম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিতে হবে।
- ৭। শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং ৩ পূরনের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১টি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না।
0 comments:
Post a Comment