বরাবরের মতো এ বছরও বিশ্বের সব দেশের পাসপোর্টের ব়্যাংকিং প্রকাশ করেছে ‘হেনলে অ্যান্ড পার্টনার্স’ নামের একটি সংস্থা৷ দেখুন তাদের বিচারে কোন দেশের পাসপোর্টের কত বেশি দাম বা কদর৷
বাংলাদেশ ৯৫ , ভারত ৮৪ আর পাকিস্তান ১০৩ নম্বরে
৪০ পযেন্ট নিয়ে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছে ৯৫তম স্থান৷ ভারতের অবস্থা কিছুটা ভালো৷ তাদের পযেন্ট ৫১, অবস্থান ৮৪তম৷ তবে শ্রীলঙ্কা, পাকিস্তান আর আফগানিস্তানের পাসপোর্টের কদর বাংলাদেশের পাসপোর্টের চেয়ে কম৷ ৩৮ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার পাসপোর্ট পেয়েছে ৯৭তম স্থান, ৩১ পয়েন্ট নিয়ে পাকিস্তান ১০৩তম আর মাত্র ২৫ পয়েন্ট নিয়ে আফগানিস্তানের পাসপোর্ট রয়েছে একেবারে শেষে, ১০৬তম স্থানে৷
|
Bangladesh & Indian Passport |
সবার আগে জার্মানি ও ব্রিটেন
জার্মানির পাসপোর্টই এ মুহূর্তে সবচেয়ে ‘দামি’৷ তবে ব্রিটেনও আছে সঙ্গে৷ ১৭৩ ব়্যাংকিং পয়েন্ট নিয়ে এই দুই দেশই এখন সবার ওপরে৷
|
UK & Germany |
যুক্তরাষ্ট্র দ্বিতীয়!
যুক্তরাষ্ট্রের পাসপোর্টের যে অনেক কদর, তা তো সবারই জানা৷ তবে এ মুহূর্তে তারা আর সবার সেরা নয়, ‘হেনলে অ্যান্ড পার্টনার্স’-এর ব়্যাংকিং অনুযায়ী তারা এখন দ্বিতীয়৷ ফিনল্যান্ড আর সুইডেনও আছে তাদের সঙ্গে৷ দেশ তিনটির ব়্যাংকিং পয়েন্ট ১৭২৷
|
USA Passport |
ফ্রান্স, ইটালির সঙ্গে এশিয়ার দুই দেশ
বিশ্ব মন্দা শুরুর পর থেকে ফ্রান্স, ইটালির মতো কয়েকটি দেশের অর্থনীতি রীতিমতো ধুঁকছে৷ তারপরও তাদের পাসপোর্টের কদর কিন্তু খুব একটা কমেনি৷ ১৭১ ব়্যাংকিং পয়েন্ট নিয়ে তারা এখন তৃতীয় স্থানে৷ ডেনমার্ক, লুক্সেমবুর্গ, নেদারল্যান্ডস আর নরওয়েও আছে তাদের সঙ্গে৷ শুধু তাই নয়, এশিয়ার দুই দেশ জাপান আর কোরিয়াও আছে তাদের সঙ্গে৷
|
France Passport |
তারপর বেলজিয়াম, ক্যানাডা, নিউজিল্যান্ড, পর্তুগাল ও স্পেন
১৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বেলজিয়াম, ক্যানাডা, নিউজিল্যান্ড, পর্তুগাল ও স্পেন৷
|
Spain's passport |
সিঙ্গাপুর, সুইজারল্যান্ড পাশাপাশি
পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড৷ তাদের ব়্যাংকিং পয়েন্ট ১৬৯৷
|
Singapore & Switzerland Passport
|
Collected
0 comments:
Post a Comment